প্রকাশিত: Wed, Dec 20, 2023 9:00 PM
আপডেট: Tue, Jan 27, 2026 8:53 AM

[১]দিনাজপুরে রেললাইনে স্লিপার তুলে নাশকতার চেষ্টা, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

সোহাগ গাজী : [২] মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।

[৩] স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ সিগনালে লাইনের স্লিপার তুলে রেখে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। রাত সোয়া ১০টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকার কাছাকাছি এলে আনসার সদস্যরা এটি দেখতে পেয়ে ট্রেনটি থামিয়ে দেন। 

[৪] বিরামপুর রেলস্টেশনের বুকিং সহকারী ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই স্লিপার সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

[৫] পার্বতীপুর জিআরপি থানার ওসি একেএম নুরুল ইসলাম জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সম্পাদনা: ইকবাল খান